| |
               

মূল পাতা জাতীয়  বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন 


 বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন 


রহমত ডেস্ক     07 August, 2022     11:13 AM    


আজ (০৭ আগস্ট) রোববার থেকে বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন। গতকাল শনিবার থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরই বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া।  

দূরপাল্লায় বাস ভাড়া কিলোমিটারে ৪০ পয়সা আর মহানগরে ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। দূরপাল্লায় আগে ভাড়া ছিলো কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা।

এখন ২ টাকা ২০ পয়সা। মহানগরে প্রতি কিলোমিটারে আগে ভাড়া ছিলো ২টাকা ১৫ পয়সা, বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
দূরপাল্লা ভাড়া শতকরা ২২ শতাংশ বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রামে বাড়ানো হয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। এছাড়া মহানগরে সর্বনিম্ন বাস ভাড়ায় আগের মতোই রয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে গতকাল বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আমরা বাসভাড়া পুনর্নির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল। বৈঠকে সবার আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ টাকা, মিনিবাসে ২.৪০ টাকা ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটার প্রতি ২ টাকা ২০ পয়সা।